রাজধানীর শাহবাগে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ হয়েছে, যাতে দগ্ধ হয়েছেন ১৮ আরোহী।
বৃহস্পতিবার সন্ধ্যায় মৎস্য ভবনের সামনে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের যাত্রীভর্তি বাসটিতে আগুন দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।শাহবাগ থানার ওসি (তদন্ত) আব্দুল জলিলও ঘটনাটি নিশ্চিত করে জানান, শিশুপার্কের বিপরীত পাশে ওই যাত্রীবাহী বাসটিতে কে বা কারা আগুন দিয়েছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, তিনিও ঘটনাটি নিশ্চিত করেছেন।