দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হলেন রওশন এরশাদ। এ বিষয়ে জাতীয় সংসদরে গেজেট চূড়ান্ত করে শনিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় সংসদের জনসংযোগ বিভাগের কর্মকর্তা জয়নুল আবেদিন এর সত্যতা নিশ্চিত করেছেন।প্রজ্ঞাপন জারির পর বিরোধীদলীয় নেতা হিসেবে সরকারি দেয়া সুযোগ সুবিধাসহ যাবতীয় প্রটোকল পাবেন রওশন এরশাদ। একইসাথে এর মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার যাবতীয় সরকারি সুযোগ সুবিধা ও প্রটোকল প্রত্যাহার করা হবে।