সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রংপুর-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন শেখ হাসিনা

hasena6

আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে রংপুর-৬ আসনের মনোনয়নপত্র কিনলেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তার পক্ষে মনোনয়নপত্র কেনেন দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। সোমবার আরো মনোনয়নপত্র কেনেন শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ-২), মজিবুর রহমান ফকির (ময়মনসিংহ-৩), কামরুল ইসলাম (ঢাকা-২) প্রমুখ।  আরো রয়েছেন, আবুল মাল আব্দুল মুহিদ, এ্যাডভোকেট ইউসুফ হোসেন, শেখ সেলিম, বাহাউদ্দিন নাসিম, ড. মশিউর রহমান প্রমুখ। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক এ্যাডভোকেট মিনাল কান্তি দাস। সোমবার আওয়ামী লীগের ১ কোটি ১৯ লাখ টাকার মোট ৪৭৫টি মনোয়ন পত্র বিক্রি হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে ১২৬টি, চট্টগ্রামে ১০৪, রাজশাহীতে ৫৭, খুলনায় ৫৫, বরিশালে ৫৩, সিলেটে ৩৪ এবং রংপুরে ৪৬টি মনোয়ন পত্র বিক্রি হয়েছে।

Leave a Reply