আগামী ২৪ ডিসেম্বর শাপলা চত্বরে পূর্বঘোষিত মহাসমাবেশ যেকোন মূল্যে সফলের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। আজ দুপুরে রাজধানীর বারিধারায় জামেয়া মাদানিয়া মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আহবায়ক আল্লামা নূর হোছাইন কাশেমী।
সংবাদ সম্মেলনে জানানো হয় পূর্বঘোষিত এ কর্মসূচী হেফাজতে ইসলাম সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তাই এ ব্যাপারে তারা সরকার ও বিরোধী দলের সহযোগিতা কামনা করেন। এতে বলা হয় কর্মসূচী সফল করতে তারা বিরোধী দলকে ২৪ তারিখে তাদের অবরোধ প্রত্যাহারের আহবান জানাবেন। সে সাথে সরকারও সমাবেশের অনুমতি দেবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, কোন বাধা আসলেও হেফাজত তা মোকাবেলায় প্রস্তুত রয়েছে ।