Thursday, January 23Welcome khabarica24 Online

যেকোনো সময় কাদের মোল্লার রায় কার্যকর

mahabub alam baris

 

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায় যেকোনো দিন কার্যকর করায় বাধা নেই বলে জানিয়েছেন এটর্নি জেনারেল মাহাবুবে আলম। তিনি জানান, সরকারের আদেশে যেকোনো সময় এ রায় কার্য়কর হতে পারে। কাদের মোল্লার রায়ের রিভিউ কিংবা জেলকোড প্রযোজ্য নয় বলেও জানান তিনি। আজ সোমবার দুপুরে এটর্নি জেনারেলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি আরো বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি কাদের মোল্লার ক্ষেত্রে কোনো রিভিউ আবেদন অথবা কারাবিধি মানা হবে না। মাহবুবে আলম বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের রায়টি জেল কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে।  সরকার জেল কর্তৃপক্ষকে যখন এই দণ্ডাদেশ কার্যকর করার জন্য নির্দেশ প্রদান করবেন তখনই এটা কার্যকর হবে।
তিনি জানান, কোনদিনই সর্বোচ্চ আদালত থেকে মৃত্যু পরোয়ানা জারি করা হয়না। আদেশ যাবে সরকারের তরফ থেকে। তাই  জেল কর্তৃপক্ষ ও সরকারকে এ বিষয়টি জানানো ট্রাইব্যুনাল প্রয়োজন মনে করেছে। সেটাই জানিয়েছেন। এটাও উল্লেখ করেছেন যে, এই দণ্ড কার্যকর করা হবে আইসিটি (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩) আইনের ২০ ধারা মোতাবেক। কাজেই ট্রাইব্যুনালের জারি করা মৃত্যু পরোয়ানাকে কোনোভাবেই অবৈধ বলা যাবে না।

উৎস- কালেকন্ঠ

Leave a Reply