রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাই স্পোর্টস ক্লাব এর আয়োজনে ভলিবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ঃ
খেলাধূলা বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে মীরসরাই উপজেলা ইউ এস সি ক্লাবের উদ্যের্গে গত ৮ ফ্রেবুয়ারি (শুক্রবার) বিকাল ৪টায় মীরসরাই উপজেলা মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ১৬টি দলের অংশগ্রহনে উক্ত টুনামেন্ট অনুষ্ঠিত হয়, সর্বশেষ ১৬টি দল থেকে মধ্যে থেকে ফাইনাল খেলায় প্রতিদন্ধিতা করেন মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর এস.এস.সি-১৮ ও রোহান একাদশ। উক্ত ফাইনালে রোহান একাদশকে ২-১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর এস.এস.সি-১৮।
এই সময় উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভা সাবেক মেয়র এম. শাহজাহান, মীরসরাই পৌরসভা কাউন্সিলর জহির উদ্দিন, উপজেলা কৃষি উপ-সহকারী অফিসার কাজী মোঃ নুরুল আলম, মীরসরাই পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জাফর ইকবাল নাহিদ, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার, শামছুল আলম, উপজেলা স্পোর্টস ক্লাব এর সভাপতি রহিম উদ্দিন বাদশা সহ প্রমুখ।