নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম চৌধুরী সহ উপজেলা বিএনপির ১২ নেতা নেতাকর্মীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম।
এক বিবৃতিতে ইঞ্জিনিয়ার ফখরুল আলম বলেন, বর্তমান সরকার বিভিন্ন বানোয়াট মামলা দিয়ে ক্রমাগতভাবে বিএনপি’র নেতাকর্মীদের কারান্তরীণ করছে। সরকারের এধরনের আচরণ চরম হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, বিএনপি নেতা কর্মীদের উপর জেল-জুলুম, নির্যাতন ও দমন-পীড়ণ চালিয়ে দাবিয়ে রাখা যাবে না। তাই অবিলম্বে মিরসরাই উপজেলা বিএনপি ও এর সংগঠনের কারারুদ্ধ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত নয়টায় চট্টগ্রামস্থ হোটেল সফিনা থেকে কতোয়ালী থানা পুলিশ মীরসরাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করে। পরে আদালত গ্রেফতারকৃতদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।