নিজস্ব প্রতিনিধি : মীরসরাই প্রেস ক্লাবের এক ইফতার ও দোয়া মাহফিল ২ জুন শনিবার মীরসরাই কলেজ রোডের করিম মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় উক্ত মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন শাহিন কাকলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি প্রফেসর ডাঃ জামশেদ আলম, মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, নিজামপুর কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন, মীরসরাই কলেজের সাবেক উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, বারইয়াহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন,
মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, সাবেক মেয়র এম শাহজাহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল কান্তি পোদ্দার, মীরসরাই কলেজের বর্তমান উপাধ্যক্ষ নাছির উদ্দিন, মীরসরাই থানার ওসি সাইরুল ইসলাম, করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, ৯ নং মীরসরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী এমরান উদ্দিন, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাষ্টার এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, নাট্যকার মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম, মীরসরাই পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাফর ইকবাল,
খবরিকার উপদেষ্টা আনোয়ার হোসেন, হাইওয়ে সার্জেন্ট কবির হোছাইন, জোরারগঞ্জ থানার এসআই মুজাহিদ, মাষ্টার হোছাইন সবুজ, দুর্বার সভাপতি হাসান সাইফ উদ্দিন, মাওলানা নুরুল আলম তৌহিদী প্রমুখ গন্যমান্য ব্যক্তিগন। সাংবাদিক গনের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে রণজিত ধর, রাজিব মজুমদার, নাসির উদ্দিন, আনোয়ার হোসেন নিজামী, মোহাম্মদ ইউসুফ, সাহাব উদ্দিন, মহিউদ্দিন ওসমানি, রিপন গোপ পিন্টু, ইমাম হোছাইন, সানোয়ার রনি, কামরুল ইসলাম, আব্দুল মান্নান রানা, সোহেল, ফিরোজ, আজমল, রাহাত প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলাউদ্দিন।