নিজস্ব প্রতিবেদক ॥
মীরসরাই হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব ঐক্য পরিষদের বর্ধিত সভা মহামায়া পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে উক্ত বর্ধিত সভায় সংগঠনের সভাপতি রাজীব চন্দ্র দাশের সভাপতিত্বে এবং অমিতাভ দাশের ও মিঠুন শর্মার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিপুল দত্ত, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র- যুব ঐক্য পরিষদের আহ্বায়ক উত্তম কুমার শর্মা, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আরিফ মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুক্তার হোসেন, মীরসরাই পূজা কমিটির সহ-সভাপতি জহর লাল নাথ অভি, সাংবাদিক রাজীব মজুমদার, সাংগঠনিক সম্পাদক রিপন দাশ, গণ সংযোগ সম্পাদক টিটু নাথ, শিমুল দাশ, শ্যামল দাশ, বিধান দাশ, বিশ্বজিৎ পাল, সুমন নাথ, রাজীব পাল, জুয়েল দাশ, রাহুল দাশ, জিকু দাশ, ছোটন মজুমদার, প্রশান্ত, সজল দাশ, সুজন দাশ, রিমন বড়ুয়া, কিশোর শর্মা, নয়ন দাশ,জনি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ষ্টিম রোলার চলে। হত্যা, ধর্ষণ, লুন্ঠনসহ বিভিন্নভাবে সাম্প্রদায়িক হামলার শিকার হতে হয়। নির্বিঘেœ জীবন যাপন করতে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার দেশ গড়তে হলে নৌকাকে জয়যুক্ত করতে হবে। আবারো উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তরুণ প্রজন্মকে নৌকা মার্কায় ভোট দিতে বক্তারা আহ্বান জানান