নিজস্ব প্রতিনিধি ॥
মীরসরাই অটিজম সেন্টারের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরীর সঞ্চালনায় ও ক্লিপটন গ্রুপের সিইও ও পরিচালক মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসমাইল খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আলা উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ সুলতানুল আলম, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক জসিম উদ্দিন, এপোলো হাসপাতালের নিইরো মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান আলিম আক্তার ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মুসলিম উদ্দিন, কাজী মোস্তফা আলম এফসিএ, অপকার নির্বাহী পরিচালক মো আলমগীর প্রমুখ। প্রতিবন্ধী রামু বিশ^াসকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, সমাজের অবহেলিত অটিষ্টিক এই মানুষদের উন্নয়নে সমন্বিতভাবে সকলকে কাজ করতে হবে। ফলশ্রুতিতে এসব অটিষ্টিক শিশুরা আমাদের বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে।
সভা শেষে বেসরকারী এনজিও সংস্থা অর্গানাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট (অপকা) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এতে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আলাউদ্দিন চৌধুরীকে সভাপতি ও অপকার নির্বাহী পরিচালক মোঃ আলমগীরকে সচিব করা হয়।