নিজস্ব প্রতিনিধি ঃ
“উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে মীরসরাই উপজেলায় ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর উদ্বোধন করেছেন মীরসরাই উপজেলার নির্বাহী কর্মকার্তা মোহাম্মদ সাইফুল কবির।
এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উক্ত শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে র্যালি শেষ হয়। ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলায় সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, ইউনিয়ন পরিষদসহ ৪৫ টি স্টল স্থান পায়।
এই সময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার প্যানেল চেয়ারম্যান (২) ইয়াসমিন আক্তার কাকলী, মীরসরাই সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু, মীরসরাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকার্তা হুমায়ুন কবির খান, প্রাণি সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মীরসরাই উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, মীরসরাই থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবির, মীরসরাই উপজেলা স্কাউটস সম্পাদক দিদারুল আলম প্রমুখ।