নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার প্রগতি সংগঠন। ১৪ জুন বৃহস্পতিবার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সংগঠনের উদ্যোগে ৮ম বারের মত বার্ষিক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দুর্বার’র এ ইফতার মাহফিলে বিভিন্ন স্তরের প্রায় ছয়শত ব্যাক্তিবর্গ অংশ নেয়। সংগঠনের সহ-সভাপতি মির্জা মিশকাতের রহমানের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈমুল হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, সাজিদ এন্টারপ্রাইজের চেয়ারম্যান শহীদুল ইসলাম শামীম।
মাহফিলে প্রধান ওয়ায়েজিন ছিলেন মাওলান মুহাম্মাদ শহীদুল ইসলাম ও বিশেষ ওয়ায়েজিন ছিলেন মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দীন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী,সংগঠনের সম্মানিত দাতা সদস্য কাজী মীর আমজাদ হোসেন, রাজনীতিবিদ নিজাম উদ্দীন, পৃষ্ঠপোষক তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, মিঠানালা ইউপি সদস্য হারেছ আহমদ নাজিম, দাতা সদস্য ছানা উল্লাহ নিজামী, আজীবন সদস্য নুর উদ্দীন সেলিম, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ফরহাদ উদ্দীন, বারইয়ারহাট ডিগ্রী কলেজের প্রভাষক মিনহাজ উদ্দীন, প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মো. সাইফ উদ্দীন, সভাপতি আশিষ দাশ, স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী স্বপ্নের পরিচালক মঈনুল হোসেন টিপু, হিতকরী সংগঠনের হিতকরীয়ান খান মোহাম্মদ মোস্তফা,সহ-সাধারণ সম্পাদক জাফর ইকবাল, অর্থ সম্পাদক আলী হায়দার চৌধুরী, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, ইফতার মাহফিল আয়োজক পরিষদের আহবায়ক মুহাম্মদ আরিফ হোসেন, সদস্য সচিব তরিকুর রহমান সহ সংগঠনের পৃষ্ঠপোষক, দাতা সদস্য, আজীবন সদস্য, প্রতিষ্ঠাতা ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলের শেষ পর্যায়ে বিশ্ব মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।