নাছির উদ্দিন ঃ
“শ্রেষ্ঠত্ব অর্জনে ভিত গড়ে দিই আমরা” এই স্লোগানে গড়ে ওঠা মীরসরাইয়ের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান সাইনিং স্কুল এন্ড কলেজের আ্যনুয়েল কালচারাল ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৬ নভেম্বর স্কুল মাঠে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৩টায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। সাইনিং স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ আলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রহমান চৌধুরী। সাইনিং স্কুল এন্ড কলেজের একাডেমিক প্রধান সোহরাব হোসেন ও স্টার লাইন স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আশ্রাফ হক ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মফিজ উদ্দিন ভূঁইয়া (আজিপি ব্যাজ বার)। বিশেষ অতিথি হিসিবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন, স্কুলের প্রিন্সিপাল মো. ইমাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় বাংলা, ইংরেজী ও আরবীতে সঞ্চালনায় মনমুগদ্ধকর গান, নাটিকা, একক অভিনয়সহ সমাজের নানান অসঙ্গতি নিয়ে বিভিন্ন বিষয়ের উপর সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত দর্শকরা বিমোহিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- স্কুলের সকল শেয়ার হোল্ডার, পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ।