সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :: মীরসরইয়ে তথ্য অফিসের আয়োজনে ‘সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন’ বিষয়ে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়েছে। বুধবার ১৭ অক্টোবর দুপুরে মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী। চট্টগ্রাম জেলা তথ্য অফিসের উপ-পরিচালক সাইদ হাসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, মীরসরাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জোরারগঞ্জ থানার পিএসআই মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি ইয়াছমিন আক্তার কাকলী তাঁর বক্তব্যে বলেন শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, তথ্য প্রযুক্তির অগ্রগতি, কৃষি উন্নয়ন, খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন, দারিদ্র বিমোচনে সরকার সফলতা দেখিয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা সহায়ক ভাতাসহ বিভিন্ন ভাতাভুক্তদের জন্য ভাতার পরিমান বৃদ্ধি করা হয়েছে। নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং নারীর আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আলোচনা সভার শুরুতে সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মসূচির উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

 

উক্ত আলোচনায় আরো উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মাঈনউদ্দিন, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি নাছির উদ্দিন, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সানোয়ার ইসলাম রনি, সিভয়েস প্রতিনিধি ফিরোজ মাহমুদ প্রমুখ।