রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে শিক্ষক সমিতির ত্রি-বাষিক সন্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ শিক্ষক সমিতি মীরসরাই উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল (শনিবার) দুপুর ২টা মীরসরাই উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষক সমিতির সাবেক সভাপতি জাফর ছাদেক এর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতি সভাপতি রনজিৎ কুমার নাথ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম পি, বিশেষ অতিথি আরো বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক শাখার শিক্ষক সমিতি সভাপতি সৈয়দ লকিতুল্লাহ,সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক জানে আলম সহ প্রমুখ।
প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার তাই সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জানুয়ারীর ১ তারিখে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। আওয়ামীল সরকার ক্ষমতায় থাকলে দেশের ব্যাপক উন্নয়ন হয়। তাই দেশে উন্নয়নের ধারবাহিকতা ধরে রাখতে হলে নৌকার কোন বিকল্প নাই।
পরে দ্বিতীয় অধিবেশনে নুরুল মোস্তাফাকে সভাপতি এবং সুভাষ সরকারকে সাধারণ সম্পাদক ঘোষনা করা ।