Wednesday, January 22Welcome khabarica24 Online

মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বিভিন্ন কর্মসূচি। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগষ্ট ( বুধবার ) সকাল ১০টায় এক শোক র‌্যালি উপজেলা প্রাঙ্গন থেকে বের হয়ে পৌর এলাকা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে । পরে উপজেলা অডিটরিয়ামে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। মীরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি কায়ছার খসরু, মীরসরাই উপজেলার প্যানেল চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, মীরসরাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, মীরসরাই পৌরসভার সাবেক মেয়র এম শাহজাহান ও বিভিন্ন স্কুল এর শিক্ষক শিক্ষিকা ও ছাত্র- ছাত্রীরা প্রমুখ।