নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাই ট্রাজেডির সেই ভয়াল দিবস ‘‘ ১১ জুলাই, ১১ইং’ এর ৭ম মৃত্যুবার্ষিকী ১১ জুলাই ১৮ইং সকাল ১০টায় স্মৃতিসৌধ ‘অন্তিম’ ও ‘আবেগ’ এ পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এসময় দূর্ঘটনার সময় নিহত ৪৫ পরিবারের অনেক সদস্য সহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুস্পস্তবক অর্পন শেষে আবুতোবার উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক চেয়ারম্যান জনাব আলাউদ্দিন এর সভাপতিত্বে ও গোলাম সরোয়ার এর সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথীর বক্তব্য প্রদান করেন গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শোকসভায় আরো বক্তব্য রাখেন মন্ত্রীপুত্র চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু,
জেলা আওয়ামীলীগ সদস্য নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা প্যানেল চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী, মায়ানী ইউপি চেয়ারম্যান মাষ্টার কবির নিজামী, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, আবুতোরাব মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, আবুতোবার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাফর সাদেক, বর্তমান প্রধান শিক্ষক মর্জিনা আক্তার প্রমুখ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত ট্রাজেডি দিবসের আরো উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে সকাল ৯টায় শোক র্যালী, আলোচনা শেষে জেয়াফত, মসজিদে মিলাদ ও মোনাজাত, মন্দিরে পূজা ও প্রার্থনা অন্যতম।