নিজস্ব প্রতিনিধি ঃ মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে এক র্যালী, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ জুন) বিকেলে উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। র্যালী শেষে আলোচনা সভায় জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আশরাফ উদ্দিন ভূঁঞার সভাপতিত্বে ও শিক্ষক নিতাই চন্দ্র দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির, এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহীন কাকলী, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম। এসময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশীষ দেববর্মণ, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র নাথ, মৌলভী নজির আহমদ দাখিল মাদ্রাসা সুপার মাও. শহীদুল ইসলাম, জে, বি, উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, জোরারগঞ্জ থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ, উপ-পরিদর্শক দীনেশ চন্দ্র দাশগুপ্ত প্রমুখ। পরে আলোচনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা পরিবেশন করা হয়। উক্ত মাদকবিরোধী র্যালীতে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, জে,বি উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ মহিলা কলেজ, মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদ্রাসা ও জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।