রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ কার্যক্রম সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা ঃ “মাছ চাষে গড়বো দেশ” বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মীরসরাই উপজেলা মৎস দপ্তর এর আয়োজনে ২০১৯ ও ২০২০ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ কার্যক্রম গতকাল সোমবার উপজেলা পরিষদ সামনে অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, চট্টগ্রাম বিভাগীয় মৎস দপ্তরের আব্দুর সালাম, আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর ইসলাম চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার সহ প্রমুখ।
এই সময় উপজেলার প্রায় ২৫টি প্রতিষ্ঠানকে ১০ কেজি করে ২৫০ কেজি বিভিন্ন মাছের পোনা বিতরণ করা হয়।