নিজস্ব প্রতিনিধিঃ ‘মায়ের দুধ পান সুস্থ জীবনের বুনিয়াদ’ এ স্লোগানকে সামনে রেখে মীরসরাইয়ের আমানটোলা কমিউনিটি ক্লিনিক এর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৭আগষ্ট রোজ মঙ্গলবার সকালে মীরসরাইয়ের আমানটোলা কমিউনিটি ক্লিনিক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার কমিউনিটি ক্লিনিক গিয়ে শেষ হয়।
এই সময় উপস্থিত ছিলেন কমিউনিটি হেলফ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়শন এর উপজেলা শাখার সহ-সভাপতি জান্নাতুল নাঈম, ডা. জাহেদুল ইসলাম, আব্দুল হক, দিল আফরোজ, এবং আমানটোলা কমিউনিটি ক্লিনিক এর সদস্যরা।
র্যালি শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সময় কমিউনিটি হেলফ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়শন এর উপজেলা শাখার সহ-সভাপতি জান্নাতুল নাঈম বলেন, দেশের সর্বস্তরে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর অগ্রগতির ধারাকে জোরদার করার লক্ষ্যে সংশ্লিস্টদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।