শনিবার, ৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দুই দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত।


ইব্রাহিম বাদশা :: বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়নস্থ বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ে ২১শে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে ২ দিন ব্যাপি ক্রিড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মীরসরাই উপজেলা শাখার সভাপতি মোঃ মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাফিজ মোঃ রুবাইয়াতের সঞ্চালনায় ২য় দিনের আলোচনা সভার উদ্বোধন করেন বামনসুন্দর এফ এ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব এ. জেড. এম নাজমুল কবির মামুন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই এর সার্কেল এএসপি জনাব মোঃ ইফতেখার হাসান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযুদ্ধা ও ৭ নং কাটাছরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব রেজাউল করিম চৌধুরী হুমায়ূন। এছাড়া আরো বক্তব্য প্রদান করেন ৭ নং কাটাছরা ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এস. কে. শামীম চৌধুরী, মীরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য নুর উদ্দীন শামীম, ৭ নং কাটাছরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব নবী আলম সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এতে আরো উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সদস্য সাবিহা চৌধুরী, তানভীর জাহান, ইরফান রিজবী, জুয়েল দাস, শাহীদুল শাহেদ, মাইনুল ইসলাম শামীম, শাহেদ নুর, শাকিল মাহমুদ, কামরুল হোসেন, সিহাব চৌধুরী, মেহেদী হাসান রনি, আরিফুল ইসলাম রকি, মমিনুল ইসলাম শরীফ, মোঃ রেজাউল করিম বাদশা, জাহেদুল ইসলামসহ আরো সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, প্রথমদিন সোমবার ২০ ফেব্রুয়ারী বামনসুন্দর এফ এ উচ্চ বিদ্যালয়ের মাঠে ১০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক ছাত্র-ছাত্রীর প্রতিযোগিতায় অংশগ্রহনের মাধ্যমে ১৫টি খেলার আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা মীরসরাই উপজেলা শাখার সভাপতি মো: মহসিন এর সভাপতিত্বে উক্ত প্রতিযোগিতা উদ্ভোধন করেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি মোঃ তানভীর হোসেন চৌধুরী তপু এবং প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ৭ নং কাটাছরা ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ রেজাউল করিম চৌধুরী হুমায়ূন।