সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সানোয়ারুল ইসলাম রনি;
মীরসরাই উপজেলায় দৈনিক ভোরের ডাক পত্রিকার গৌরবময় পথ চলার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০মার্চ বুধবার সকাল ১০টায় পাক্ষিক খবরিকা অফিসে কেক কেটে পালন করা হয়। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ভোরের ডাক পত্রিকার মীরসরাই সংবাদদাতা সানোয়ারুল ইসলাম রনি’র সঞ্চলনায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সময় সবার অংশ গ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন মীরসরাই প্রেস ক্লাবের সহ-সভাপতি রণজিত ধর, যুগ্ন সম্পাদক রাজিব মজুমদার, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ইমাম হোসেন, দপ্তর সম্পাদক সাব উদ্দিন, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান রানা, দিদারুল আলম সোহেল, জাবেদ হোসেন, জিয়া উদ্দিন জিতু, কামরুল ইসলাম, প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে রিয়া, তিথি, বৈশাখী, গান পরিবেশন করে রিপা, নিপা, নাদিয়া প্রমুখ।