খবরিকা রিপোর্ট;
মীরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য-২০০৫ এর অঙ্গ প্রতিষ্ঠান অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বামনসুন্দর দারোগার হাট বাজারে ঈদ উপহার স্বরূপ ১০টি ডাস্টবিন বক্স স্থাপন করা হয়েছে। বাজার পরিস্কার ও পরিবেশ পরিচ্ছন্নতায় স্থানীয়দের সচেতন করতে মঙ্গলবার (১৯ জুন ) ১০টায় অদম্য অফিসে এর উদ্ভোধন করেন স্থানীয় চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, সংগঠনের সহ সভাপতি কামরুল হাসান জনি’র সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন বাজার ইজারাদার কমিটির সভাপতি হাজী আবুল বশর, অদম্য-২০০৫ এর সভাপতি এনামুল হক সোহাগ, অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক হাসান আরিফ সবুজ।
পরে অতিথিদের উপস্থিতিতে ২৫ জনের একটি অদম্য ইউনিট বাজার পরিস্কার করে নির্ধারিত ১০টি স্থানে ডাস্টবিন বক্স স্থাপন করা হয়।