নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার সামাজিক সংগঠন জাগ্রত প্রতিভা ৭ম তম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মীরসরাই ও ছাগলনাইয়া উপজেলা মিলে মোট ৩৭ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহনে (শুক্রবার) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে মান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মেধা বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন হিঙ্গুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতেখার উদ্দিন পিন্টু, সাপ্তাহিক আবেদন পত্রিকার সম্পাদক মোহাম্মদ ইউসুফ, মান বিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহাজাদা মাষ্টার এবং প্রধান শিক্ষিকা জেবুন্নেসা লাভলী, প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াসিম উদ্দিন লিটন, সংগঠনের সভাপতি শফিউল আজম, পরিক্ষা নিয়ন্ত্রক অসিম কুমার দত্ত, সচিব গোলাম মর্তুজা, শাহাদাৎ হোসেন, কামরুল ইসলাম, সরোয়ার সহ উক্ত সংগঠনের সকল সদস্য বৃন্দ।