নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ে ছাত্র কল্যাণ পরিষদ ( সিকেপি) এর উদ্যোগে উপজেলার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার ( ৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে নজরুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে ও তৌহিদুল আলম রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কাষ্টমস এক্সাইট এন্ড ভ্যাট কমিশনার এসোসিয়েশান ( বাকায়েভ) এর সাবেক সভাপতি কামরুল ইসলাম চৌধুরী। সংবর্ধিত অতিথী হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সি.কে. পি ফাউন্ডেশান চেয়ারম্যান গিয়াস উদ্দিন পারভেজ। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, ১৫ নং ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, মীরসরাই প্রেস ক্লাব এর সভাপতি পাক্ষিক খবরিকা সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, চলমান মিরসরাই এর নির্বাহী সম্পাদক এম মাঈন উদ্দিন, অধ্যাপক আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির নেত্রী রাশেদা আক্তার প্রমুখ। এছাড়া আরো অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন মীরসরাই প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, সি-প্লাস প্রতিনিধি রাজু দে, ভোরের ডাক প্রতিনিধি সানোয়ারুল ইসলাম রনি।
প্রধান অতিথী কামরুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্য প্রদানকালে বলেন আজকের এই মেধাবী শিশুরাই আগামীদিনে দেশও জাতির কর্ণধার। এইসকল শিশুদের সকল অভিবাবকগন তাদের স্ব স্ব গন্থব্যমুখী মেধা চর্চার পাশাপাশি আদর্শ ও উত্তম মানুষ হিসেবে ওরা যেন বড় হয় সেদিকেও যত্নবান হওয়াই উচিত বলে মনে করি। এছাড়া বিশেষ অতিথীগন ছাত্র কল্যাণ পরিষদ ( সিকেপি) এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামীদিনে মেধা বিকাশে আরো ব্যাপকতর উদ্যোগের আহ্বান জানান। আলোচনা শেষে অতিথীবৃন্দ উপজেলার বিভিন্ন শ্রেনীর দুই শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরণ করেন।