নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে শতাধিক বছরের প্রাচীনতম খানকায়ে লতিফিয়া দরবার শরীফের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল মীরসরাইয়ে খানকায় লতিফীয়া বর্তমান গদিনশীল পীরে কামেল আলহাজ্ব আল্লামা হাফেজ মাওলানা শাহ্ মোঃ মেছবাহুল ইসলাম লতিফী তত্তা¡বধানে ৬ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিল উপলক্ষে এক প্রস্তুতি সভা শনিবার (২২ ফেব্রুয়ারী) খানকায়ে লতিফিয়া দরবার শরীফ মিলনায়তনে অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় আলোচনায় অংশ গ্রহন করেন, মাওলানা আলীম উদ্দিন লতিফী, মাষ্টার গিয়াস উদ্দিন, আলহাজ্ব একরামুল হক, অধ্যাপক সাইফুল হক সিরাজী, সালাম মেম্বার, আলহাজ্ব শাহ আলম ভেন্ডার, নাছির উদ্দিন ভেন্ডার, নুর মোহাম্মদ, আবুল কাশেম কন্ট্রাকটর সহ প্রমুখ।
মীরসরাই খানকায়ে লতিফিয়া দরবার শরীফের বাষিক ঈছালে ছাওয়াব মাহফিলে ওয়াজ করবেন বিশিষ্ট পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম বৃন্দ।