নিজস্ব সংবাদাতাঃ মীরসরাইয়ে শতাধিক বছরের প্রাচীনতম খনকায়ে লতিফিয়া দরবার শরীফের পবিত্র ঈদে মিলাদুনবী (সঃ) উপলক্ষ্যে বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল শুক্রবার ও শনিবার খানকায়ে দরবার শরীফে সম্পন্ন হয়েছে।
মীরসরাইয়ের খানকায় লতিফীয়া বর্তমান পীরে কামেল আলহাজ্ব আল্লামা হাফেজ মাওলানা শাহ্ মোঃ মেছবাহুল ইসলাম লতিফীর সভাপতিত্বে এই ধর্মীয় মাহফিলে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী, মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী, মাওলানা মফিজুল ইসলাম হোসাইনী সহ বহু পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম বৃন্দ।
বক্তারা বলেন ইসলামের মৌলিক বিষয়াদি নিয়ে ঈমান ও আক্বীদা মজবুত করণে প্রত্যেক মুসলমানের পাঁচ ওয়াক্ত নামাজ কায়েমের একাগ্রতার আহ্বান জানান এছাড়াও ইসলাম যে শান্তির ধর্ম এবং তৌহিদের বাণী বাংলাদেশসহ সারা বিশ্বে।
পরে আখেরী মোনাজাতে মাধ্যমে করোনা ভাইরাস থেকে সারা বিশ্ববাসী সহ বাংলাদেশের মুসলিম উন্মাত জন্য দোয়া কামনা করা হয়।