Saturday, December 14Welcome khabarica24 Online

মীরসরাইয়ে এইচ এস সিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো এস রহমান ট্রাস্ট

নিজস্ব  প্রতিনিধি ঃ

মীরসরাইয়ে এইচ এস সিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো এস রহমান ট্রাস্ট । শনিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মহাজনহাট স্কুল এন্ড কলেজের হলরুমে এইচ এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে এস রহমান ট্রাস্টের সদস্য মীর আলম মাসুকের সভাপতিত্বে ও অধ্যাপক আজমল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, স্বাগত বক্তব্য রাখেন মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খান, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের

 

অধ্যক্ষ রফিক উদ্দিন, মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীর, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, আওয়ামীলীগ নেতা মাস্টার সালামত উল্ল্যা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির, মহাজনহাট ফজলুর রহমান কলেজের সদস্য সিরাজ মেম্বার সহ প্রমুখ।

এসময় উপজেলা বিভিন্ন কলেজের ২২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ১০ হাজার টাকার প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।