নিজস্ব সংবাদদাতা ঃ
মীরসরাইয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে “নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙ্গিন” “চল সবাই স্কুলে যাই বিনা মূল্যে বই পাই” এই স্লোগানকে সামনে রেখে বই বিতরণ উৎসব করা হয়। মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ পরিষদের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।
উক্ত বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, মীরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মীরসরাই উপজেলার মাধ্যমিক কর্মকার্তা হুমায়ুন কবির খান সহ প্রমুখ।