রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইতে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি ঃ

মীরসরাইতে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কিছু কলেজ ছাত্র। গতকাল ( ১২ই জুন ) মীরসরাইয়ে ভারী বর্ষনের কারনে নিন্মাঞ্চল প্লাবিত হয়। এতে জীবন যাপন হয়ে উঠেছে কষ্ট দায়ক তার উপর চলছে রমজান মাস। মীরসরাই উপজেলার অছি মিয়ার ব্রিজের পশ্চিম পাশে ছিন্নমূল মানুষের বসবাস।একটু বৃষ্টি হলে এখানে পানি জমে বসত ঘরে ঢুকে পড়ে। মীরসরাই এর অন্যান্য এলাকার মত এখানকার মানুষ গুলোও গত দুই দিন পানিবন্দী, রান্না করার মত সেই পরিস্থিতি ও নেই। এদিকে অন্য দিনের মত ইফতার বানানোর কথা তাদের ও কিন্তু পানির কারনে সম্ভব হইনি। ইফতারের আগ মূর্হতে হাজির হন তানভীর তুহিন,জাহেদুল ইসলাম শাকিল,সুজন,সাজু, সজিব ও পারভেজ সহ কিছু যুবক,হাতে করে নিয়ে যান ইফতার সামগ্রী।এতে সেখানকার অর্ধশতাদিক মানুষের মুখে হাসি ফুটে।

জানা যায় এদের অধিকাংশ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ছাত্র পরিষদ মীরসরাই এর সদস্য এরা সবাই বিভিন্ন কলেজ পড়ুয়া ছাত্র। সমাজসেবা যাদের ব্রত মানবপ্রেম যাদের রক্তে মিশে গেছে তারাই প্রয়োজনের তাগিদে যথা সময়ে হাজির হন মানবতার সেবায়।