নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলার বড়তাকিয়া ইভা কমিউনিটি সেন্টারে গতকাল (২৪ এপ্রিল ) বিকাল ৩টায় কমিউনিটি পুলিশের উদ্যোগে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মীরসরাই থানার ওসি ইমতিয়াজ এমকে ভূঞার সভাপতিত্বে এবং এসআই শফিকুল ইসলাম ও মনছুর আহাম্মদ এর পরিচালনায় উক্ত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর এর অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সার্কেল এএসপি সালাউদ্দিন সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারন সমপাদক জাহাঙ্গির কবির চৌধুরী, নিজামপুর কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান (প্যানেল ২) ইয়াসমিন শাহিন কাকলী, খৈয়াছরা ইউপি চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, মাহফুজুল হক জুনু, ফরিদুল আলম টিপু প্রমুখ। বক্তাগন ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্য বিষয়ে পুলিশ বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার জন্য সর্বস্তরের জনগনের প্রতি আহ্বান জানান।