বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হয়রানি বা গ্রেফতার না করতে হাইকোটের দেয়া আদেশের কার্যকারিতা স্থগিত ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ এ আদেশ দেয়। একইসঙ্গে ১৮ই ফেব্রুয়ারি এ লিভ টু আপিলের শুনানির দিনও ধার্য্য করা হয়েছে।গাড়ি পোড়ানোর অভিযোগে রমনা ও শাহবাগ থানায় করা মামলায় গত ১৬ জানুয়ারি বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলকে হয়রানি ও গ্রেফতার না করার নির্দেশ দেয়।