মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিরসরাইয়ে তীব্রতর হচ্ছে বিএনপির আন্দোলন

mirsaraibnp

নিজস্ব প্রতিনিধি

চলমান রাজনৈতিক অস্থিরতা ও বর্তমান সরকারের অগণতান্ত্রিক পক্রিয়ায় একপেশে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার অবৈধ প্রচেষ্টাকে জনগণের সামনে তুলে ধরতে মিরসরাই উপজেলা বিএনপির দফায় দফায় বিক্ষোভ কর্মসূচীর মাধ্যমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অব্যাহত আন্দোলনের ধারাবাহিকতায় আজ শনিবার মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উত্তরজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিনের নেতৃত্বে ও উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মাদ্রাসা মার্কেট সড়ক ও মিরসরাই কলেজ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কোর্টরোড সড়কের মাথায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা বিএনপি নেতা নুরুল আফছার চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দিন, আবুল কাশেম, ফারুক আহম্মদ, আনোয়ার হোসেন, আমজাদ হোসেন তুহিন, মাওলানা জমির উদ্দিন, আইনুল কবির, আবু জাফর মেম্বার, দিদারুল আলম, পৌর বিএনপি নেতা শেখ আহম্মদ, শেখ জসিম, ছুট্টু কমিশনার, রেদোয়ান, মামুন কমিশনার, সেলিম হাজারী, সিরাজ, যুবদল নেতা আলমগীর, রানা, তাহের, মো. আলমগীর, রেজোয়ান, আনোয়ার, ভাসানী, কামরুল হাসান লিটন, নূর নবী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খায়ের, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সিনিয়র নেতা ও মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদুল আফছার জুয়েল, ছাত্রদল নেতা আব্দুর রহিম বেলাল, রিয়াজ উদ্দিন, জাহিদ হোসেন বাপ্পি, সাদ্দাম, রাহেল, রুবেল, কামরুল, নাজিম, সাইফুল, ফরহাদ, বোরহান, সুমন, নজরুল ইসলাম, মোশাররফ, ছানাউল্লাহ, তপু, জামশেদ আলম, নাসির, গোলাম রাব্বানী, রাসেল, ইরান, রানা প্রমুখ।

Leave a Reply