Thursday, January 16Welcome khabarica24 Online

মায়ানীতে একরাতে ৪টি গরু চুরি

নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ে একরাতে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার) উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের মাঝি পাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায় সোমবার রাতে আব্দুল আজিজ মাতবর বাড়ীর আবুল হোসেনের পুত্র আবদুর সালামের ২টি এবং একই এলাকার শফিউল আলম মেন্ত্রীর বাড়ির মৃত মুলকত্তের রহমানের পুত্র শাহ জাহান ২টি গরু নিয়ে যায় চোরের দল। চুরিরকৃত গরুর মূল্য প্রায় দুই লাখ টাকা ।
এই বিষয়ে মীরসরাই থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ জানান আমরা গরু চুরির ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো।