Thursday, January 16Welcome khabarica24 Online

মালিবাগে পুলিশের সাথে সংঘর্ষে শিবির নেতা নিহত

malibag

রাজধানীর মালিবাগের রেলগেটে থেকে রামপুরা আবুল হোটেলের সামনে পর্যন্ত পুলিশের সাথে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে মনসুর হোসেন (২২) নামে এক শিবির কর্মী নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার উপ-পরিদর্শক শামীম। নিহত মনসুর বিমানবন্দর থানা ৩নং ওয়ার্ডের শিবির সভাপতি। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদরের বাবুর হাটে। পিতার নাম আব্দুর রাজ্জাক। তিনি বনানীর সিটি বিশ্ববিদ্যালয়ের ল’ বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে সোনালী ব্যাংকের গলি থেকে ৫০-৬০ জনের একটি মিছিল বের হয়ে তাণ্ডব শুরু করে। মিছিলকারীরা ভাঙচুরের পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে। তারা নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকধারী একজন পুলিশ মনসুরকে মাটিতে ফেলে প্রকাশ্যে তার বুকে গুলি চালায়।গুলিবিদ্ধ অবস্থায় মনসুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্বপন নামের এক পথচারী। ঢামেকে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মনসুরের পকেটে থাকা মোবাইল থেকে সংগৃহীত একটি নম্বরে ফোন করে জানা গেছে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এয়ারপোর্ট রোডে একটি বাসায় তিনি থাকেন।

Leave a Reply