Saturday, December 14Welcome khabarica24 Online

মহাজোটে নাই এরশাদ

6

নির্বাচনে জাতীয় পার্টি একক ভাবে অংশ নিবে বলে জানিয়ে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ। এসময় তিনি মহাজোট ছাড়ার ও ঘোষণা দেন।সোমবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এরশাদ এ ঘোষণা দেন। এরশাদ বলেন, সরকার পরিবর্তনের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতি হলো নির্বাচন। এ জন্য তার দল নির্বাচনে অংশ নিবে। নির্বাচন না হলে দেশ অচল হয়ে যাবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো উপায় নেই। তাই আমরা নির্বাচনে যাব বলে মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, আপনারা কী চান, আসুন সবাই মিলে আলোচনা করে উপায় বের করি। নির্বাচন না হলে দেশে শান্তি থাকবে না। আমরা শান্তি চাই। অর্থনীতি ধ্বংস হোক, দিনমজুর না খেয়ে মরুক; আমরা তা চাই না।সবাই বলে জাতীয় পার্টি মহাজোট ছাড়ার কথা বলছে কিন্তু কখন ছাড়বে এমন কথার উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, আমি এখন ঘোষণা করছি জাতীয় পার্টি আর মহাজোটে নেই। আমরা আলাদা হয়ে নির্বাচন করবো।তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে  বলেন, নির্বাচনে আসুন। সর্বদলীয় সরকারে যোগ দিন। বর্তমান সরকার দুর্নীতিবাজ ও ব্যর্থ সরকার। জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের জনসমর্থন নেই। সুযোগ হারাবেন না। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে হবে। মানুষ পরিবর্তন চায়।  নির্বাচনের না গেলে মানুষ রাজনীতিকদের ধিক্কার জানাবে।তিনি আরো বলেন, ‘নির্বাচনে যদি কারচুপি করা হয়, যদি দেখি সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। তাহলে আমরা নির্বাচন বর্জন করবো।’ তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে এরশাদ বলেন, আমি তত্ত্বাবধায়ক সরকার মানি না। কারণ কোনো তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রতি সুবিচার করেনি। তাই আমরা কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার মানিনি এবং এখনো মানবো না।

Leave a Reply