বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মন্ত্রীদের পদত্যাগপত্র ডাকযোগে পাঠানো হয়েছে-জাপা মহাসচিব

jatio_

জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববারও সময় দেননি। তাই জাতীয় পার্টির নির্বাচনকালীন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ডাকযোগে পদত্যাগপত্র পাঠারো হয়েছে। রোববার দুপুরে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের কাছে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, কুরিয়ারে ডাকযোগে সবারপদত্যাগপত্র পাঠানো হয়েছে। ১১টার দিকে রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বারিধারার বাসা থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পদত্যাগপত্র নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে যাবার কথা জানিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রীর সিডিউল না পেয়ে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পদত্যাগপত্রগুলো পাঠানোর সিদ্ধান্ত নেন।এসময় বাণিজ্যমন্ত্রী জিএম কাদের সাংবাদিকদের বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। জাতীয় পার্টি আর নির্বাচনে যাবে না। মহাসচিব রুহুল আমিন হাওলাদারদের সাংবাদিকরা জিজ্ঞেস করেন জাপার সিদ্ধান্ত ভবিষ্যতে পরিবর্তনের সম্ভাবনা আছে কি না? এর জবাবে মহাসচিব বলেন, আমরা পদত্যাগ করেছি। সময় হলে সব জানতে পারবেন।সকালে এরশাদের সঙ্গে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব তারানকোর বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল আমিন হাওলাদার পদত্যাগপত্রের ফাইল দেখিয়ে বলেছিলেন, আমরা এখন পদত্যাগ করতে যাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবো। তবে কয়জন মন্ত্রী পদত্যাগ করবেন সে বিষয়ে তিনি তখন কিছুই বলেননি।বৃহস্পতিবার বিকেলে পার্টির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী রওশন এরশাদ, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, যুব ও ক্রীড়া মন্ত্রী মজিবুল হক চুন্নু এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম। রোববার দুপুর ১টার দিকে পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু জাতীয় পার্টির চেয়ারম্যানের কাছে পদত্যাপত্র জমা দেন। জানা যায়, সরকার একটি সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সব দল অংশ না নেয়ায় পার্টির চেয়ারম্যান এরশাদ নির্বাচন থেকে সড়ে দাঁড়ান।
উৎস-যুগান্তর

Leave a Reply