রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ছে না: সিইসি

imag

দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। রবিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এ কথা জানান তিনি। সিইসি বলেন, ‘অনেক অপেক্ষা করেছি আর সময় নেই। মনোনয়নপত্র জমা দেয়ার জন্য সময় বাড়ানো হবে না। রাজনৈতিক সংকটের কারণে এমনিতেই তফসিল ঘোষণা করতে দেরি হয়েছে। কারণ এখনও স্বতন্ত্রপ্রার্থী বাছাইয়ের কাজ রয়ে গেছে। বিরোধী দল বিএনপিকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে কী কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সমঝোতার জন্য আমরা অপেক্ষা করেছি। এখনো সময় আছে। বিএনপির সঙ্গে সমঝোতা হলে এখনো সবকিছু করা সম্ভব। মনোনয়নপত্র জমা দিতে জাতীয় পার্টি ১০ দিন সময় চেয়ে আবেদন করেছে এ প্রসঙ্গে রকিব উদ্দিন বলেন, ‘তাদের সময় দেয়ার কোনো সুযোগ নেই।

Leave a Reply