অব্যাহত সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার রাজধানীতে গণসমাবেশ করবে ১৪ দল। বিকাল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে অব্যাহত নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস ও গণতান্ত্রিক আন্দোলনের ছদ্মাবরণে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে বাধগ্রস্ত করার ষড়যন্ত্র চালাচ্ছে ১৮ দলীয় জোট। এরই প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল এই প্রতিবাদী গণসমাবেশ করবে। এছাড়া কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ১৪ দলের নেতাকর্মী ছাড়াও ঢাকা মহানগরীর সর্বস্তরের জনগণকে গণসমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।