সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মওদুদসহ ৫ নেতার জামিন নামঞ্জুর

arrested-bnp-5

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ৫ শীর্ষ নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ জরুহুল হক এই আদেশ দেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহকে সুচিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন অপর এক আদালত।এর আগে সকালে মওদুদ আহমদসহ ৫ শীর্ষ নেতার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আসামিদের পক্ষে ব্যারিস্টার মাহবুবব উদ্দিন খোকন, এডভোকেট সানাউল্লাহ মিয়া, মোঃ মাসুদ আহমেদ তালুকদারসহ অনেক আইনজীবী শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন মহানগর পিপি আবদুল্লাহ আবু। এর আগে ২১ নভেম্বর জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেন আদালত।গত ৮ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের মতিঝিল থানার ২ মামলায় গ্রেফতার দেখানো হয়। ১৪ নভেম্বর ওই ২ মামলায় সিএমএম আদালত তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে হাইকোর্ট ৮ দিনের রিমান্ড স্থগিত করে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেন।এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহকে সুচিকিৎসাসহ ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মো. তারেক মইনুল ইসলাম ভূঁইয়া এ আদেশ দিন।এর আগে এডভোকেট সানাউল্লাহ মিয়া চিকিৎসা ও ডিভিশন চেয়ে হান্নান শাহ’র পক্ষে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন আদালত। এ ছাড়া অন্য দুই মামলায় পুলিশ ২০ দিন রিমান্ডের আবেদন করেন। আদালত পুলিশের ওই আবেন পরে শুনানির জন্য রেখে দেন।

Leave a Reply