রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে : ফখরুল

fakhrul
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিসন্ট জিয়াউর রহমানের জন্মদিনে স্বৈরাচারী সরকারকে সরানোর শপথ নিয়েছি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৮তম জন্মদিনে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার জগদ্দল পাথরের মতো জনগণের ওপর চেপে বসেছে। তবে বিএনপি বিশ্বাস করে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই বর্তমান স্বৈরাচার ও একনায়কতন্ত্রের অবসান সম্ভব।তিনি বলেন, আজকের দিনে নেতাকর্মীরা শপথ গ্রহণ করেছে, স্বৈরাচারী একনায়কতন্ত্রের অবসান এবং গণতন্ত্র অবমুক্ত করতে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৮তম জন্মবাষির্কী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারপারসন বেগম বেগম খালেদা জিয়া।
উৎস- যুগান্তর

Leave a Reply