ব্যালকোনি কফির
মগ হাতে ঠাঁয় দাঁড়িয়ে থাকি,
এবার বুঝি তুমি আসবে।
কিন্তু তুমি এলে না।
তুমিতো বলছিলে এলোমেলো এই আমাতে তোমার বসবাস।
অথচ আজ তুমি যোজন,যোজন দূরে।
তবে কি তুমি জানো না ভালোবাসার মানে?
আমি যে,বলি ভালোবাসা এক দূরারোগ্য ব্যাধি।
আজ প্রত্যাশার আঙ্গিনায় হৃদ্যতা ডানা মেলে,
নির্মম মৌনতায় অব্যক্ত অনুভূতি ছোঁয়ার ব্যর্থচেষ্টায়।
বাস্তবতার তিক্ততায় নিজেকে হাতড়ে বেড়াই,
মিলন সঙ্গ পেতে।