Thursday, January 23Welcome khabarica24 Online

ভারত দাবি তুললেও ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট্র

lomacy

 

কূটনীতিক গ্রেপ্তারের ঘটনায়, ভারতের কাছে ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট্র। দায়মুক্তি দিয়ে ভারতীয় কূটনীতিক দেবজানি খোবড়াগাড়েকে মুক্তি দিতেও অস্বীকৃতি জানিয়েছে ওবামা প্রশাসন। যুক্তরাষ্ট্রের এ অবস্থানের কথা জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র মেরি হার্ফ। গত সপ্তাহে, গৃহকর্মীকে ভিসার শর্ত অনুযায়ী যথাযথ বেতন না দেয়ার অভিযোগে, গ্রেপ্তার হন নিউইয়র্কে নিযুক্ত ভারতের ডেপুটি কনস্যুল জেনারেল দেবজানি খোবড়াগাড়ে। ভারতের অভিযোগ, এতে আন্তর্জাতিক কূটনৈতিক আইন অমান্য করা হয়েছে। এই ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দুঃখ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রকে ক্ষমা চেয়ে দেবজানির বিরুদ্ধে আনা মামলা তুলে নেয়ার দাবি জানিয়েছে ভারত। এরপরই যুক্তরাষ্ট্রের এই প্রতিক্রিয়া পাওয়া গেলো।

Leave a Reply