এম জাবেদ হোসাইন:- মীরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসা ও নূরানী বিভাগের ২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় অত্র মাদ্রাসার হল রুমে মাদ্রাসার ম্যানেজিং কমিটির দাতা সদস্য আব্দুল মন্নান সওদাগরের সভাপতিত্বে এবং মাদ্রাসার সহ-সুপার জহরুল হকের সঞ্চানালয়ে ফল প্রকাশ করেন মাদ্রাসা সুপার মাওলানা আলাউদ্দিন। এই সময় আরো উপস্থিত ছিলেন ম্যাসেজিং কমিটির সদস্য আবুতাহের, শিক্ষক আব্দুল সালাম, সহ কারি শিক্ষিকা মাওলানা কামরুল নাহার, ক্বারি শিক্ষক মাওলানা হায়দার আলী, নূরানী শিক্ষক সিরাজুল ইসলাম সহ শিক্ষক শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ অভিবাভক উপস্থিত ছিলেন। অত্র মাদ্রাসার ১ম, ২য়,৩য়,৪র্থ, ৬ষ্ঠ, ৭ম, ৯ম, শ্রেনীর মোট ৫৫৩ জন শিক্ষার্থীরা ফল প্রকাশ করা হয়। আগামী ১লা জানুয়ারি হইতে অত্র মাদ্রাসার নূরানী বিভাগ সহ সকল শ্রেনীর ভর্তি কার্যক্র শুরু হবে এবং ১লা জানুয়ারি বই উৎস করা হবে।