সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বীণাপাণি সংগঠন ১৫তম বর্ষপূর্তি ও সংবর্ধনা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক স্বেচ্ছাসেবী বীণাপাণি সংগঠন কর্তৃক আয়োজিত শ্রীশ্রী সরস্বতী পূজা ও ১৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শ্রী শ্রী গীতাপাঠ, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী ও ট্রাস্টি সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২০ইং অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি শ্রী উত্তম কুমার শর্মা ট্রাস্টি -হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট, বক্তব্য প্রদান করেন উদ্বোধক শ্রী প্রদীপ চক্রবর্তী সভাপতি-জনার্দ্দন পুর উচ্চ বিদ্যালয়, প্রধান বক্তা জনাব এনায়েত হোসেন নয়ন চেয়ারম্যান- ১নং করেরহাট ইউনিয়ন পরিষদ, প্রদীপ প্রজ্জ্বলক শ্রী বিধান দেবনাথ পৃষ্ঠপোষক-বীণাপাণি সংগঠন, বিশেষ অতিথি জনাব এস এম আবুল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক-মীরসরাই উপজেলা আওয়ামীলীগ।
উপস্থিত ছিলেন শ্রী সুভাষ সরকার সভাপতি-মীরসরাই পূজা উদযাপন পরিষদ, পরিমল কর্মকার সভাপতি-মীরসরাই জন্মাষ্টমী উদযাপন পরিষদ,শ্রী কালাচাঁদ চৌধুরী সভাপতি-১নং করেরহাট পূজা উদযাপন পরিষদ, জনাব মোঃ শহীদ উল্ল্যাহ মেম্বার-৩নং ওয়ার্ড় করেরহাট ইউনিয়নের পরিষদ, শ্রী কাজল বরণ নাথ পৃষ্ঠপোষক বীণাপাণি সংগঠন, উপদেষ্টা শ্রী সাধন কৃষ্ণ দাশ, শ্রী পরেশ চন্দ্র নাথ, শ্রী বাসুদেব ঘরজা সভাপতি-মীরসরাই শারদাঞ্জলী ফোরাম, শিমুল ভৌমিক সভাপতি-পরিবর্তন টিম মিরসরাই, পরিচালক সুজন দেবনাথ, ডাঃ পিন্টু দাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি শ্রী রিপন কুমার দাশ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সজিব দেবনাথ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা, আজীবন সদস্য, শুভাকাঙ্খী ও কার্যকরী সদস্যসহ অনেক ভক্ত বৃন্দ।