বিশ্বজিৎ দাস হত্যা মামলার রায় বুধবার ঘোষণা করা হবে। ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক ঘোষণা করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি এসএম রফিকুল ইসলাম।রফিকুল ইসলাম জানান, ৪ ডিসেম্বর মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার ওই তারিখ ধার্য করেছিলেন বিচারক। এ সময় তিনি বলেন, ’আমরা সকল আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছি, তাই আশা করছি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই হবে।’
২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরাণ ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে খুন হন নিরীহ দর্জি বিশ্বজিৎ দাস।অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, মামলাটির প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম শাকিলসহ অন্য আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেনি। তাই তারা বেকসুর খালাস পাবেন।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরাণ ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে খুন হন নিরীহ দর্জি বিশ্বজিৎ দাস।অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, মামলাটির প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম শাকিলসহ অন্য আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেনি। তাই তারা বেকসুর খালাস পাবেন।