Friday, January 17Welcome khabarica24 Online

বিশ্বজিৎ হত্যায় আটজনের মৃত্যুদণ্ড, ১৩ জনের যাবজ্জীবন

biswajit1

 

বহুল আলোচিত পথচারী বিশ্বজিৎ দাস হত্যায় ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১২টায় ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক এ রায় ঘোষণা করেন।এর আগে বেলা ১২টা ২০ মিনিটে আসামিদের আদালতে আনা হয়। গত ৩ ডিসেম্বর এ মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্যে এদিন ধার্য করেন বিচারক।মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন-ছাত্রলীগ ক্যাডার রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, রাজন তালুকদার এবং মীর মো. নূরে আলম লিমন।এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- এএইচএম কিবরিয়া, ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, মোশাররফ হোসেন ও কামরুল হাসান। এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।বিশ্বজিৎ দাস হত্যা মামলায় গত ৫ মার্চ ছাত্রলীগের ২১ কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ২১ আসামির মধ্যে ৮ জন কারাগারে এবং বাকিরা পলাতক রয়েছেন।গত বছর ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ ক্যাডাররা নির্মমভাবে খুন করেন দর্জি দোকানী বিশ্বজিৎ দাসকে।বিশ্বজিৎ দাস শাখারীবাজারে বিশ্বজিতের দর্জি দোকান ছিল। তিনি থাকতেন লক্ষ্মীবাজার। গ্রামের বাড়ি শরীয়তপুর। গত বছরের ৯ ডিসেম্বর ছিল বিএনপির অবরোধ কর্মসূচি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা অবরোধবিরোধী মিছিল বের করে। মিছিল ভিক্টোরিয়া পার্কের কাছে পৌঁছলে ককটেল বিস্ফোরিত হয়। সেখানে অবস্থান করা বিশ্বজিৎকে ধাওয়া করে আসামিরা। তাকে কোপাতে কোপাতে পাশের একটি ডেন্টাল মেডিক্যাল হাসপাতলে নিয়ে যায় আসামিরা। চাপাতি, কিরিচ, রড দিয়ে আঘাত করা হয় বিশ্বজিৎকে। গুরুতর অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় বিশ্বজিৎ।

Leave a Reply