আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল না আসলে তা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালেয়ের সম্মেলন কক্ষে প্রকৌশলীদের দুটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না আসলে ভোটাররাও ভোট কেন্দ্রে আসবে না। এটাই বাস্তবতা। তবে আমরা বিএনপিসহ সব দলকে নিয়ে নির্বাচন করতে চাই।অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বড় কষ্টে আছে। হরতাল ও অবরোধের মতো অমানুষিক দেশদ্রোহী কর্মসূচিতে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাই আইন করে হরতাল বন্ধের পক্ষে আমি। দেশের এই অর্থনৈতিক দূরাবস্থার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই দায়ী।সফররত জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সমঝোতার উদ্যোগ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করে মুহিত বলেন, বিরোধী দলকে নির্বাচনে আনতে রাজনৈতিক সমঝোতার চেষ্টা চলছে। তবে শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার প্রশ্নে আওয়ামী লীগ কোনো ছাড় দেবে না।