Friday, January 17Welcome khabarica24 Online

বিরোধী দল আন্দোলনের নামে জঙ্গিবাদ চালাচ্ছে: প্রধানমন্ত্রী

pm

 

গণআন্দোলন নয় বিরোধী দল আন্দোলনের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদি কর্মকান্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলীয় নেতা আলোচনা থেকে সরে গিয়ে সরকারের প্রতি আল্টিমেটাম দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। সন্ধ্যায় গণভবনে এক অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আসেন গণভবনে। এ সময় প্রধানমন্ত্রীসহ তার পরিবারের অন্য ক্ষুদে সদস্যরা উপভোগ করেন খ্রিস্টান সম্প্রদায়ের পরিবেশিত কিছু অনুষ্ঠান।পরে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন এদেশে সব ধর্মাবলীর নিজস্ব ধর্মীয় উৎসব উদ্‌যাপনের স্বাধীনতা আছে। কিন্তু বিরোধী দলের টানা অবরোধ কর্মসূচির কারণে  বড় দিনের উৎসবে ভাটা দিয়েছে। বিএনপি’র রাজনীতি জনসাধারনের জন্য নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করলেও বিরোধী দলীয় নেতার আর্দশ ভিন্ন।শেখ হাসিনা অভিযোগ করেন চলমান রাজনৈতিক সংকট সমাধানে তারা বারবার আলোচনার কথা বলেও বিরোধী দলীয় নেতা তাতে সাড়া দেননি।বিরোধী দলীয় নেতা চাইলে সংসদে আলোচনা করেই বর্তমান সমস্যার সমাধান করতে পারতেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply