দশম জাতীয় সংসদে বেগম রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা হচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনে বিজয়ী কাজী ফিরোজ রশীদ। সোমবার বেলা পৌনে ২টার সময় রওশন এরশাদের গুলশানের বাসায় বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান।কাজী ফিরোজ বলেন, আমরা নবনির্বাচিত ৩৪ জন সংসদ সদস্য রওশন এরশাদকে সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করতে সম্মত হয়েছি। তনি আরো জানান, দু’একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।এক প্রশ্নের জবাবে ফিরোজ রশিদ জানান, জাপা চেয়ারম্যান চিকিৎসার কারণে সম্মিলিত সামরিক হাসপাতালে আছেন। তবে শিগগিরই তিনি সুস্থ হয়ে ফিরবেন বলে জানান জাতীয় পার্টির এই নেতা।